২৮ জুন, ২০২৫ ১১:৩৬ এএম

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯ জন

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের একজনের বয়স ৭২ এবং অপরজনের বয়স ৫০ বছর। দুজনই পুরুষ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৫৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) – ১০৭ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ছয়জন, রাজশাহী বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

এ সময়ে ১৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮,১৬২ জন সুস্থ হয়েছেন।

চলতি বছরে (২৮ জুন পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯,২২২ জন। আক্রান্তদের মধ্যে ৫২.৬ শতাংশ পুরুষ এবং ৪৭.৪ শতাংশ নারী।

এদিকে, পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে রেকর্ড ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক