০৪ জুন, ২০২৪ ১১:২৮ এএম

যৌন হয়রানি: রাবির মেডিকেল সেন্টারের ডা. রাজু চাকরিচ্যুত

যৌন হয়রানি: রাবির মেডিকেল সেন্টারের ডা. রাজু চাকরিচ্যুত
সোমবার রাতে সিন্ডিকেটের ৫৩১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের উপ-প্রধান চিকিৎসক রাজু আহমেদকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল সোমবার (৩ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৩১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. রাজু আহমেদের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তবে এটি প্রজ্ঞাপন আকারে যেতে আরো দুই-তিনদিন সময় লাগবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই শিক্ষিকা। গত বছরের ৩০ অক্টোবর রাতে নগরের তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে ওই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে রাজু আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ ঘটনায় ৫ নভেম্বর রাজু আহমেদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

ওইদিন ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একইসঙ্গে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়। এদিকে ঘটনার ১৪ দিন পর ১৩ নভেম্বর রাবির ওই শিক্ষিকাসহ আরও দুইজনের নামে রাজশাহী আদালতে বিভিন্ন ধারায় মামলা করেন অভিযুক্ত রাজু আহমেদ।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, তদন্ত কমিটি এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলের তদন্ত প্রতিবেদনে রাজু আহমেদকে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে চিকিৎসক রাজু আহমেদ, ভুক্তভোগী কিশোরী ও তার মাসহ মোট ২২ ব্যক্তির বিভিন্ন সময় সাক্ষ্য নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৫২৬তম সিন্ডিকেট সভায় রাজু আহমেদকে চিকিৎসাকেন্দ্র থেকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে রাজু আহমেদকে আত্মপক্ষ সমর্থনের জন্য কেন তাকে চাকরিচ্যুত করা হবে না-এ মর্মে চিঠির জবাব দিতে বলা হয়েছিল।

পরে গত ১৩ ফেব্রুয়ারি ৫২৯তম সিন্ডিকেট সভায় আরো একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। সেই প্রতিবেদনের সার্বিক বিষয় পর্যালোচনা শেষে ৩ জুন তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারিতে প্রেরণ

মুগদা মেডিকেলে আটক ২২ দালাল কারাগারে 

  এই বিভাগের সর্বাধিক পঠিত