১০ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:১৩ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল রোববার

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল রোববার
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি)। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্রে আজ শনিবার এমন তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানিয়েছে, আগামীকাল ফলাফল প্রকাশের লক্ষ্য সামনে রেখে সকল প্রস্তুতি এগিয়ে চলেছে। সব কিছু প্রস্তুত হয়ে গেলে আগামীকাল দুপুরের পর ফলাফল প্রকাশিত হবে। তা না হলে পরদিন সকাল ভাগেই প্রত্যাশিত ফল ঘোষণা করা হবে।

এখানে কয়েকটি বিষয় আছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। সুতরাং উনার সময় নেওয়াটা জরুরি। যাচাই পুন যাচাইয়ের পর ফলাফল ঘোষণা করা হয়। সামগ্রিক কর্মযজ্ঞটি শুধু আমাদের ওপর নির্ভরশীল নয়। ফল প্রস্তুতের বড় অংশ জুড়ে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা থাকে। সুতরাং সবগুলো পক্ষের সমন্বিত প্রচেষ্টায় চূড়ান্ত হয়ে গেলে আগামীকাল দুপুরের পর ফলাফল ঘোষণা করা হতে পারে। তা না হলে পর দিন সকালে ঘোষণা করা হবে’—জানিয়েছে এসব সূত্র।

জানা গেছে, ফল প্রকাশে ১২ ফেব্রুয়ারিকে চূড়ান্ত সময় ধরে কাজ এগিয়ে চলছে। সব কিছু সম্পন্ন হয়ে গেলে এর আগেই আগামীকাল দুপুরে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে গতকাল শুক্রবার (৯ ফেব্রয়ারি) সকাল ১০টায় নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সারাদেশে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে বেলা ১১টা পর্যন্ত। সারাদেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে মেধাযুদ্ধে বসেন এক লাখ চার হাজার ৩৭৪ শিক্ষার্থী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গতবারের চেয়ে এবার সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হলেও আবেদন কিছু কম পড়েছে।

অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে হিসাবে আসনপ্রতি লড়বে প্রায় ১৯ জন পরীক্ষার্থী। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি পরীক্ষায় বসেন প্রায় নয়জন।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত