ঢামেক ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. আলিম হোস্টেল থেকে জয়া কুন্ড নামে এক মেডিকেল শিক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৬ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে ছাত্রাবাসের তৃতীয়তলার ৪৫ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মেডিভয়েসকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
এ বিষয়ে জয়া কুন্ডের এক সহপাঠী মেডিভয়েসকে বলেন, ‘একাডেমিক কারণে দীর্ঘ দিন ধরে মানসিক হতাশায় ছিলেন জয়া। তৃতীয় বর্ষ থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে মানসিক বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।’
জানা যায়, সকালে তাঁর রুমের শিক্ষার্থীরা ক্লাসে চলে যায়, কিন্তু তিনি আসেননি। ক্লাস শেষে রুমে ফিরে জয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে তাঁর আরেক ব্যাচমেট মেডিভয়েসকে বলেন, ‘একামেডিক কারণে মেডিকেলের সব শিক্ষার্থীই কম-বেশি হতাশায় ভুগেন। কিন্তু প্রথম বর্ষ থেকে জয়া অনেক ভালো শিক্ষার্থী ছিল। সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়ও চান্স পেয়েছিল। সেখানে না গিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। এ ছাড়া একামেডিক ফলাফল প্রত্যাশা অনুযায়ী হচ্ছিল না, এ ছাড়াও পারিপার্শ্বিক নানা কারণে হতাশায় ভুগতো জয়া।’
জয়া কুন্ড ঢাকা মেডিকেলের কে-৭৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খুলনায়। খুলনার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ২০১৬ ব্যাচ থেকে এসএসসি এবং বি এল কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এসএএইচ/এএইচ/এমইউ
-
২৭ জুন, ২০২৪
-
২১ এপ্রিল, ২০২৪
-
৩০ ডিসেম্বর, ২০২৩
-
২৬ সেপ্টেম্বর, ২০২৩
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ অগাস্ট, ২০২৩
-
১২ জুন, ২০২২
-
০৩ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ জানুয়ারী, ২০২২