১১ অগাস্ট, ২০২৩ ০৪:০৪ পিএম

ডেঙ্গুতে ঝরে গেল ৪ চিকিৎসকের প্রাণ

ডেঙ্গুতে ঝরে গেল ৪ চিকিৎসকের প্রাণ
ডা. শরীফা বিনতে আজিজ, ডা. আলমিনা দেওয়ান মিশু ও ডা. এম আরিফুর রহমান। (ছবিতে বাঁ দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চার জন চিকিৎসক। এর মধ্যে তিন জন নারী চিকিৎসক ও এক জন পুরুষ চিকিৎসক। তাদের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিরবিদায় নেওয়া চিকিৎসকরা হলেন- ডা. শরীফা বিনতে আজিজ, ডা. আলমিনা দেওয়ান মিশু, ডা. এম আরিফুর রহমান ও ডা. ফাতেমা-তুজ-জোহরা রওনক।

মাত্র ২৭ বছরে ডা. শরীফা বিনতে আজিজের বিদায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান তরুণ চিকিৎসক শরীফা বিনতে আজিজ (আঁখি) (২৭)। শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ করছেন।

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ডা. শরীফার। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, শরিফা বিনতে আজিজ দোহার উপজেলার লটাখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের একমাত্র মেয়ে। এক ভাই-বোনের মধ্যে সে ছিল বড়।

একই পথের যাত্রী ডা. আলমিনা দেওয়ান মিশু

ডা. শরীফা বিনতে আজিজের মৃত্যুর ঠিক তিন দিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ময়মনসিংহ মেডিকেলের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ডা. আলমিনা দেওয়ান মিশু। ৭ আগস্ট দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

ডা. মিশুর মৃত্যুর বিষয়টি নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু তাহের মেডিভয়েসকে  নিশ্চিত করেন। তিনি বলেন, মিশু মেডিকেল কলেজে আমার দুই ব্যাচ জুনিয়র ছিলো। তাঁকে আমি ভালো করে চিনতাম। সে একজন মেধাবী ও বিনয়ী চিকিৎসক।

ডা. আলমিনা দেওয়ান মিশু সর্বশেষ বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি এন্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।

আইসিএমএইচ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান বলেন, ‘মিশু আমাদের নিয়মিত কর্মকর্তা নন, আমাদের এখানে এমএস কোর্সের শিক্ষার্থী ছিলেন। আসছে জানুয়ারিতে তার চূড়ান্ত পরীক্ষা দেওয়ার কথা ছিল। জুনের পর থেকে বিএসএমএমইউতে পড়ালেখা করছিলেন তিনি, সেখানে তার প্লেসমেন্ট ছিল। গত ২৪ জুলাই তার জ্বর আসে, ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে এভার কেয়ার থেকে তার পরিবারকে জানানো হয় তিনি অলরেডি ব্রেইন ডেড। চিকিৎসা চালিয়ে যেতে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। রাতে সেখানেই মারা যান।’

১৫ মাসের সন্তান রেখে চলে গেলেন ডা. ফাতেমা-তুজ-জোহরা

২২ জুলাই (শনিবার) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চির বিদায় নেন সাভারের সমাজভিত্তিক মেডিকেল কলেজের ডা. ফাতেমা-তুজ-জোহরা রওনক। সন্ধ্যার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ডা. রওনক ছিলেন সমাজভিত্তিক মেডিকেলের এমবিবিএস ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বয়স হয়েছিল প্রায় ৩২ বছর। মৃত্যুকালে তিনি ১৫ মাস বয়সী একটি শিশু ছেলে রেখে গেছেন।

ডা. রওনকের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ডা. এম আরিফুর রহমান

২২ জুন (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. এম আরিফুর রহমান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কর্মরত ছিলেন।  

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটি’র (এফডিএসআর) দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক  ডা. রশিদুল হক মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরিফুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. এম আরিফুর রহমান বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা। তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার। কুমিল্লা মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. আরিফুর রহমান। তিনি ঢাকা মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এমডি ফেইজ-এ-তে অধ্যয়নরত ছিলেন।

প্রসঙ্গত, দেশে ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন দুই হাজার ৯৫৯ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনো পর্যন্ত ৭৮ হাজার ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক