২১ জুলাই, ২০২৩ ১২:১১ পিএম

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১ দিনে ৮৮০ রোগীকে সেবা প্রদান

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১ দিনে ৮৮০ রোগীকে সেবা প্রদান
১৯৬৬ সালে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হওয়ার পর একদিনে সর্বোচ্চ রোগীকে সেবা দেওয়ার রেকর্ড এটি।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে একদিনে ৮৮০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ১৯৬৬ সালে স্বাস্থ্য কমপ্লেক্স চালু হওয়ার পর এ প্রথম একদিনে সর্বোচ্চ সেবা দেওয়ার রেকর্ড। 

আজ শুক্রবার (২১ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২০২১ সালে ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব গ্রহণ করার সময় বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৩০০-৩৫০ জন রোগী সেবা নিতো। এ বছর ফেব্রুয়ারি থেকেই বহির্বিভাগে রোগীর চাপ উর্ধ্বমূখী ছিল। গড়ে প্রতিদিন প্রায় ৬৫০-৭০০ জন রোগী সেবা গ্রহণ করে। গত রোববার (১৬ জুলাই) অতীতের সব রেকর্ড ভেঙ্গে ৮৮০ জন রোগী সেবা গ্রহণ করে। আমি আশাবাদী বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে একসময় প্রতিদিন ৯০০-১০০০ জন রোগী সেবা নিতে আসবে ইনশাআল্লাহ।’

রোগী বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে ডা. কামরুল হাসান বলেন, ‘সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা ও সর্বোপরি হাসপাতাল ব্যবস্থাপনার প্রতি সাধারণ জনগণের আস্থা বেড়েছে। আমাদের হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে সরকার নির্ধারিত ফি অনুযায়ী সব ধরনের প্যাথলজিক্যাল সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের অপরিসীম ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে ডায়াবেটিস ও প্রেশারের রোগীদের একমাসের ওষুধ একবারে দেওয়া হয়। গর্ভবতী মায়েদের একমাসের আয়রন-ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয় এবং ভায়া স্কীনিং সেন্টারে তারা ভায়া টেস্ট করতে পারেন। আই ভিশন সেন্টারে সবাই চোখ পরীক্ষা করতে আসেন। একসাথে এতগুলো সেবা পাওয়ায় দিন দিন এখানে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’

এসএস/এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক