২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ১২১

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪২ হাজার ২৫২ জন। এ সময় মৃত্যু হয়েছে ২ জনের। ফলে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৬১ জনের।
আজ রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ২০০ জন।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৪টি নমুনা সংগ্রহ এবং ১ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার ৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৯৭ জন এবং নারী ১০ হাজার ৬৬৪ জন।
এএইচ/
-
১৪ ঘন্টা আগে
-
০৫ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
২৫ জুন, ২০২৪
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
২৫ জুন, ২০২৩
-
২৪ জুন, ২০২৩
-
০৫ জুন, ২০২৩