০৬ মে, ২০২৩ ০১:৪৮ পিএম

গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু

গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু
মেহেদী হাসান শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: পুরান ঢাকার ধূপখোলা বাজারে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন মারা গেছেন।

আজ শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, শাওনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ১ মে সকালে গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ২ নারী ও এক শিশুসহ ৯ জন দগ্ধ হন। পরে তাদের মধ্যে ৬ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে শিশুসহ ৩ জনকে ভর্তি করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো আইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মেহেদী হাসান শাওনের পরিবার এসেছে লাশ নিয়ে যাবে। তারঁ জানাযা কোয়ান্টাম মসজিদে অনুষ্ঠিত হবে।’

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : দগ্ধ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক