৩১ অক্টোবর, ২০২২ ০৮:৫৩ পিএম

ঢাকা ডেন্টাল কলেজে নতুন ২ পদ সৃজন

ঢাকা ডেন্টাল কলেজে নতুন ২ পদ সৃজন
ঢাকা ডেন্টাল কলেজে সহযোগী ও সহকারী অধ্যাপকের নতুন করে দু’টি পদ সৃজন

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজে সহযোগী ও সহকারী অধ্যাপকের নতুন করে দু’টি পদ সৃজন করার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে ২৩টি সরকারি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ এবং ৮টি বিশেষায়িত ইনস্টিটিউটে মেডিসিন বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে মোট ১৮৩টি পদ সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’ এরমধ্যে ঢাকা ডেন্টাল কলেজের দু’টি পদ হলো- সহযোগী অধ্যাপক ও সহকারী  অধ্যাপকের পদ। 

এতে আরও বলা হয়েছে, ‘অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। এর এক কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।’

নোটিসটি দেখতে ক্লিক করুন 

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা ডেন্টাল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত