১৪ অক্টোবর, ২০২২ ০২:৪৩ পিএম

মিডওয়াইফারির ২২ নার্সকে উচ্চতর গ্রেডে পদোন্নতি

মিডওয়াইফারির ২২ নার্সকে উচ্চতর গ্রেডে পদোন্নতি
সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অর্থবিভাগ হতে জারিকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২২ জন সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সদের উচ্চতর গ্রেডে পদোন্নতি দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাটে প্রকাশিত অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নিম্নে বর্ণিত সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্সগণকে ২০১৫ এর অনুচ্ছেদ ৭(২) জাতীয় স্কেল ২০১৫ এর স্পষ্টিকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাস্তবায়ন অনুবিভাগ) বাস্তবায়ন-১ শাখা কর্তৃক জারিকৃত ২১-০৯-২০১৬ তারিখে ০৭.০০.০০০০.১৬১.০০.০০২০.১৬  (অংশ ১) ২৩২ নং পরিপত্রের প্রেক্ষিতে তাদের নামের পার্শ্বে উল্লেখিত তারিখ হতে উচ্চতর গ্রেড মঞ্জুর করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অর্থবিভাগ হতে জারিকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। এতদবিষয়ে ভবিষ্যতে উচ্চ আদালতে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হলে বা কোনো প্রকার অডিট হলে আপত্তি কিংবা অর্থ বিভাগ কর্তৃক কোনো আদেশ আরোপিত হলে উচ্চতর গ্রেড গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অতিরিক্ত উত্তোলিত/ আহরিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানে বাধ্য থাকবেন।’

‘অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো’, আদেশে উল্লেখ করা হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত