১৩ অক্টোবর, ২০২২ ১০:৪৮ পিএম
সরকারি প্রার্থীদের বেসরকারিতে প্রশিক্ষণ বন্ধ

রেসিডেন্সি কোর্সে ভর্তিতে ৭ ইনস্টিটিউট বেছে নিতে পারবেন প্রার্থীরা

রেসিডেন্সি কোর্সে ভর্তিতে ৭ ইনস্টিটিউট বেছে নিতে পারবেন প্রার্থীরা
নতুন নিয়ম অনুযায়ী, বিএসএমএমইউতে কর্মরত নিয়মিত মেডিকেল অফিসার/গবেষণা সহকারীগণ প্রযোজ্য ক্ষেত্রে কোটা সুবিধা পাবেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজ, ইনস্টিটিউটগুলোর রেসিডেন্সি কোর্সে ভর্তিতে বেশ কিছু নিয়ম সংযোজন ও বিয়োজন করেছে কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ সাতটি ইনস্টিটিউট বেছে নিতে পারবেন। তবে সরকারি প্রার্থীদের ক্ষেত্রে প্রাইভেট মেডিকেল কলেজ/ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ বন্ধ হয়ে গেলো।

সোমবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সমস্ত সরকারি/স্বায়ত্তশাসিত/বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর প্রার্থীদের ডেপুটেশন নীতি/অধ্যয়ন সংক্রান্ত ছুটির নিয়মের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগত হওয়া উচিত। সরকারি প্রার্থীগণ প্রাইভেট মেডিকেল কলেজ/ইনস্টিটিউটে অধ্যয়নের সুযোগ পাবেন না। এমডি নিউক্লিয়ার মেডিসিন কোর্সের প্রার্থীদের বাদ দিয়ে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর প্রার্থীদের আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে (এএফএমআই) প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে, যারা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসে (এনআইএনএমএস) নির্বাচিত হবেন।

প্রার্থীদের যেসব যোগ্যতা থাকতে হবে

* এমবিবিএস/বিডিএস বা সমমানের ডিগ্রিধারী (বিএমডিসি স্বীকৃত)।
* এক বছরের ইন্টার্নশিপ প্রশিক্ষণ সনদপত্র। 
* ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি বা তার পূর্বে ইন্টার্নশিপের এক বছর সম্পন্ন হওয়া।  
* ২০২৩ সালের ৩১ আগস্ট বা তার পরে বিএমডিসি স্থায়ী নিবন্ধিত হওয়া। 

যেসব পরিস্থিতি ছাড়া সকল কোর্সের জন্য সরকারি প্রার্থীদের কমপক্ষে দুই বছরের চাকরি থাকতে হবে।

* কোনো রকম অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা যেসব কোর্সে আবেদন করতে পারবেন।
ক. বেসিক সায়েন্স এবং প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের অধীনে সকল শাখার প্রার্থী। 
খ. এমডি রেসিডেন্সি প্রোগ্রামের মধ্যে সার্জারি অনুষদের অধীনে অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ এবং মেডিসিন অনুষদের অধীনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।
* প্রত্যন্ত অঞ্চলে এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা (সরকারি ডেপুটেশন বিধি অনুসারে) যেকোনো ডিসিপ্লিনে আবেদন করতে পারবেন।

৬. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিয়মিত মেডিকেল অফিসার/গবেষণা সহকারীগণ প্রযোজ্য ক্ষেত্রে কোটা সুবিধা পাবেন।

৭. ক. ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারিতে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর (১৯৭৮ সালের ১ মার্চ বা তার পরের প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
খ. ডিপ্লোমা ডিগ্রিধারী বিএসএমএমইউ ও বেসরকারি প্রার্থীদের বয়স ৫২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৮. স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সরকারি প্রার্থীকে সংশ্লিষ্ট কর্মস্থলে এক বছর যুক্ত থাকতে হবে।

৯. রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে না। 

অকৃতকার্য হওয়ার কারণে স্বেচ্ছায় কোনো কোর্স প্রত্যাহার অথবা কোর্স থেকে আউট হওয়ার দুই বছর পর বিএসএমএমইউ প্রার্থীরা পুনরায় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বিএসএমএমইউ প্রার্থীদের সাধারণ কোটায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

আর বেসরকারি প্রার্থীরা অকৃতকার্য হওয়ার কারণে স্বেচ্ছায় কোনো কোর্স প্রত্যাহার অথবা কোর্স আউট হওয়ার এক বছর পর পুনরায় আবেদন করতে পারবেন।

রেসিডেন্সি প্রোগ্রামের ভর্তিতে যা জানা দরকার

১. আবেদনপত্র জমাদানের সময় একজন নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে।

ক. বিএমডিসির স্থায়ী ও হালনাগাদ নিবন্ধন, যা ২০২৩ সালের ৩১ আগস্টের পর বৈধ হবে।
খ. জাতীয় পরিচয়পত্র, 
গ. ইন্টার্নশিপ সার্টিফিকেট। 
ঘ. চাকরি সংক্রান্ত কাগজপত্র। 

আবেদনের সঙ্গে একজন প্রার্থীকে যেসব আইটেমগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

ক. একজন প্রার্থীর পাসপোর্ট সাইজের (জেপিজে ফরম্যাট) স্ক্যান করা রঙিন ছবি। 
খ. স্বাক্ষর ও 
গ. ব্যাংক জমার রশিদ

ব্যাংক রশিদের যেসব তথ্য উল্লেখ করতে হবে

ক. ব্যাংক ব্যাচের ক্রমিক নম্বর (সংখ্যাগুলির সর্বাধিক ডিজিট)  
খ. স্ক্রল নম্বর 
গ. টাকা জমার তারিখ 
ঘ. ব্যাংক শাখার নাম উল্লেখ করা।

প্রবেশপত্র সংগ্রহের সময়

আবেদনপত্রের নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীরা ১-৯ ডিসেম্বর ২০২২ (সকাল ৯টা পর্যন্ত) প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা

ক. ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারিতে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর (১৯৭৮ সালের ১ মার্চ বা তার পরের প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
খ. ডিপ্লোমা ডিগ্রিধারী বিএসএমএমইউ এবং বেসরকারি প্রার্থীদের বয়স ৫২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

ইন্টার্নশিপের বাধ্যবাধকতা
প্রার্থীকে অবশ্যই এক বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ করা থাকতে হবে।

ইন্টার্নশিপ করার পরের সময়সীমা 
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারির আগে অথবা ইন্টার্নশিপ শেষ করার পর এক বছর অতিবাহিত হওয়া বাধ্যতামূলক।

বিএমডিসির অস্থায়ী নিবন্ধনের গ্রহণযোগ্যতা
প্রার্থীর অবশ্যই বিএমডিসির স্থায়ী নিবন্ধন নম্বর থাকতে হবে, ২০২৩ সালের ৩১ আগস্ট বা তার পরেও যার বৈধতা থাকবে।

স্নাতকোত্তর কোর্সে ভর্তির আবেদনে পূর্বে একজন সরকারি প্রার্থীর যেসব যোগ্যতা প্রয়োজন

নিম্নলিখিত অবস্থা বাদে সকল কোর্সের জন্য কমপক্ষে দুই বছর চাকরিতে যুক্ত থাকতে হবে

১. নিম্নলিখিত কোর্সে অধ্যয়নের জন্য আবেদনকারীদের কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। 
ক. বেসিক সায়েন্স এবং প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের অধীনে সকল শাখা। 
খ. এমডি রেসিডেন্সি প্রোগ্রামের মধ্যে সার্জারি অনুষদের অধীনে অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ এবং মেডিসিন অনুষদের অধীনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।

প্রত্যন্ত অঞ্চলে এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা (সরকারি ডেপুটেশন বিধি অনুসারে) যেকোনো ডিসিপ্লিনে আবেদন করতে পারবেন।

বিএসএমএমইউতে কর্মরত মেডিকেল অফিসার/ গবেষণা সহকারীগণের জন্য যা প্রযোজ্য 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিয়মিত মেডিকেল অফিসার/গবেষণা সহকারীগণ প্রযোজ্য ক্ষেত্রে কোটা সুবিধা পাবেন।

শেষ ডেপুটেশনের পর প্রার্থীকে যা জানতে হবে
প্রার্থীকে অবশ্যই সরকারি ডেপুটেশন বিধি সম্পর্কে জানতে হবে।

ইচ্ছাকৃতভাবে কোর্স প্রত্যাহার/কোর্স আউট/ডেপুটেশন বাতিল/পূর্বে কোনো কোর্সে অকৃতকার্য হলে আবেদন করতে পারবেন কিনা
ক. সরকারি প্রার্থীকে ডেপুটেশন নিয়ম অনুসরণ করতে হবে। 
খ. অকৃতকার্য হওয়ার কারণে স্বেচ্ছায় কোনও কোর্স প্রত্যাহার অথবা কোর্স আউট হওয়ার দুই বছর পর বিএসএমএমইউ প্রার্থীরা পুনরায় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বিএসএমএমইউ প্রার্থীদের সাধারণ কোটায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
গ. আর বেসরকারি প্রার্থীরা অকৃতকার্য হওয়ার কারণে স্বেচ্ছায় কোনো কোর্স প্রত্যাহার অথবা কোর্স আউট হওয়ার এক বছর পর পুনরায় আবেদন করতে পারবেন।

একজন প্রার্থী কতটি ডিসিপ্লিন বেছে নিতে পারবেন? 
একজন প্রার্থী শুধুমাত্র একটি ডিসিপ্লিন বেছে নিতে পারবেন। ফরম জমা দানের পর কোনোরকম পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। একজন প্রার্থী সেশনে একবারই আবেদনের সুযোগ পাবেন।

একজন প্রার্থী যতটি প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন
একজন প্রার্থী সর্বোচ্চ সাতটি ইনস্টিটিউট বেছে নিতে পারেন (এজন্য বিকল্প ইনস্টিটিউটগুলোতে নির্দিষ্ট ডিসিপ্লিন থাকতে হবে)।

স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সংশ্লিষ্ট স্পেশালিটিতে একজন সরকারি প্রার্থীর সেবার সময়সীমা
স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সরকারি প্রার্থীকে সংশ্লিষ্ট কর্মস্থলে এক বছর যুক্ত থাকতে হবে।

আবেদনপত্রের তথ্য পরিবর্তনযোগ্য

চূড়ান্তভাবে জমাদান বাটনে প্রেস করার আগ পর্যন্ত প্রার্থীগণ আবেদন ফরম সংশোধন করতে পারেন। একবার চূড়ান্ত সাবমিট বাটন প্রেস করলে আর পরিবর্তন করার সুযোগ পাবেন না।

ভুল/জাল তথ্য প্রদানের পরিণতি 
অনলাইনে ফরম পূরণের সময় বা ভর্তি প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো ভুল/জাল তথ্য প্রদান করলে প্রার্থীর বাছাই হওয়া/ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 

►নিয়মগুলো দেখতে ক্লিক করুন

এআইডি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত