২২ অগাস্ট, ২০২১ ০১:৩০ পিএম

মেডিকেল-ডেন্টাল কলেজ খোলার নোটিসটি ভুয়া: স্বাস্থ্য শিক্ষা ডিজি

মেডিকেল-ডেন্টাল কলেজ খোলার নোটিসটি ভুয়া: স্বাস্থ্য শিক্ষা ডিজি
মেডিকেল ও ডেন্টাল কলেজ খোলার ভুয়া নোটিস।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ও ডেন্টাল কলেজ খোলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নোটিসটি ভুয়া বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। আজ রোববার (২২ আগস্ট) দুপুরে মেডিভয়েসকে এ কথা বলেন তিনি। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এ সংক্রান্ত কোনো নোটিস স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ইস্যু করা হয়নি। মেডিকেল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত করতে কেউ এই ভুয়া নোটিসটি ছড়িয়ে দিয়েছে। এখানে অধিদপ্তরের নাম ভুল লেখা হয়েছে। স্বাক্ষরিত কর্মকর্তার নামও ভুল। আর মেডিকেল ও ডেন্টাল কলেজ খোলা নিয়ে গতকাল কোনো মিটিংও হয়নি। এর ভাষা ও শব্দ চয়ন হাস্যকর।’

জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব মেডিভয়েসকে বলেন, ‘ভুয়া নোটিসকে কে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এটা চরম অন্যায় কাজ। আমি একটি মিটিংয়ে ছিলাম। দেখলাম, আমার স্বাক্ষরিত একটি নোটিস ছড়ানো হয়েছে। এখানে আমার স্বাক্ষর স্কেন করা হয়েছে। আমি তো এ বিষয়ে এখনো স্বাক্ষর করিনি। এ ধরনের সব কিছুই করা যায়। ওখানে আমার নামটা ঠিক লেখেনি। আমি তো কবির না, আমি একেএম আহসান হাবিব। আমি চিন্তা করলাম, আহসান কবির নামে মেডিকেল শিক্ষায় একজন যুগ্মসচিব আছেন, তিনি করেছেন কিনা? কিন্তু তিনি তো এই কাজ করবেন না। এটা আমাদের অধিদপ্তরের কাজ। আমি তো অবাক হয়ে গেলাম।’

তিনি আরও বলেন, ‘ওই নোটিসটিতে ইস্যু করার তারিখও উল্লেখ নাই। গতকাল এই বিষয়ে কোনো জুম মিটিংও হয়নি। আসলে চুরি করতে গেলে কোনো ভুল থেকে যায়।’ 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, ‘মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো খোলার বিষয়ে প্রস্তাবনা দিয়েছি, সবই ঠিক আছে। কিন্তু সিদ্ধান্ত তো চূড়ান্ত হয়নি। আমরাই চেষ্টা করছি, প্রতিষ্ঠান খোলার বিষয়ে। আমরা তো আন্তরিক। এতো বেশি উদগ্রীব হয়ে গেলো কে?’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল কলেজ খোলা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক