০৪ এপ্রিল, ২০২১ ০২:০৩ পিএম

লকডাউনেও চলবে রাবির অধীনে সকল মেডিকেল পরীক্ষা

লকডাউনেও চলবে রাবির অধীনে সকল মেডিকেল পরীক্ষা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লকডাউনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল মেডিকেলের পরীক্ষা চলমান থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

আজ রোববার (৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধিকর্তা অধ্যাপক ডা. মো. নওশাদ আলী মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়/রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে সকল মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেঝের সম্মানিত অধ্যক্ষবৃন্দকে এমবিবিএস ও বিডিএসের সকল চলমান বৃত্তিমূলক পরীক্ষাসমূহ সর্বোচ্চ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সম্পন্ন করার জন্য অনুরোধ করা হইল।’

আদেশে অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে  ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত