০৩ ফেব্রুয়ারী, ২০২১ ০২:৩৫ পিএম

ডেলটা মেডিকেলের ওমর ফারুক জয় মারা গেছেন

ডেলটা মেডিকেলের ওমর ফারুক জয় মারা গেছেন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেলটা মেডিকেল কলেজের (ডিএলএমসি) প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক জয় মারা গেছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

সূত্রে জানা গেছে, জন্মগতভাবে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজে (আইবিডি) আক্রান্ত ছিলেন ওমর ফারুক জয়। চিকিৎসার মাধ্যমে এ থেকে অনেকটা সেরে উঠেন তিনি। এ ছাড়াও তার ডেহাপাটাইটিস বি পজিটিভ ছিল।

প্রফেশনাল পরীক্ষা সামনে রেখে কিছু দিন আগে ঢাকায় আসার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বাবা-মা তাকে ঢাকায় নিয়ে এসে বিএসএমএমইউতে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে কিডনি ও লিভার বিকল হয়ে মারা যান তিনি।

ডিএলএমসির ১২তম ব্যাচের এ শিক্ষার্থীর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত