১৩ জানুয়ারী, ২০২১ ০৮:২৯ পিএম

করোনার ভ্যাকসিন নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

করোনার ভ্যাকসিন নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
জোকো উইদোদো। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনা ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাক বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

আজ বুধবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশটির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে প্রেসিডেন্টের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।

ভ্যাকসিন গ্রহণের পর প্রেসিডেন্ট উইদোদো বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে ভ্যাকসিন বিতরণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে আমাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হবে। একইসঙ্গে অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে প্রেসিডেন্টের ভ্যাকসিন গ্রহনের পর দেশটির সামরিক বাহিনী প্রধান, স্বাস্থ্যমন্ত্রী এবং ধর্মীয় নেতারাসহ বিভিন্ন স্তরের জনগণ টিকা গ্রহণ করেন।

দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, চীনা সিনোভ্যাকের  ভ্যাকসিন মানবদেহে ট্রায়ালে ৬৫ দশমিক ৬৫ শতাংশ কার্যকরিতা পাওয়া গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও