২৩ অক্টোবর, ২০২০ ০৩:১৪ পিএম

এনাটমির কিংবদন্তি অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা আর নেই

এনাটমির কিংবদন্তি অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা আর নেই
অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা আর নেই। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

তিনি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোশাহিদ ঠাকুরের সহধর্মিণী।

আজ বাদ এশা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজে জানাজা ও দরগাহ গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

সামাজিক মাধ্যমে শোকের ছায়া

স্বনামধন্য এ চিকিৎসকের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোকের ছায়া নেমে এসেছে। অধ্যাপক ডা. জাকিয়া সুলতানার মৃত্যুর খবর দিয়ে সিওমেকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তার টাইমলাইনে লেখেন, ‘নিউজটা দেখে মানতে কষ্ট হচ্ছিল। সিলেট এমএজি ওসমানী মেডিকেলের এনাটমির কিংবদন্তি অধ্যাপক ডা.জাকিয়া সুলতানা ম্যাডাম আর নাই। ক্যান্সারজনিত কারণে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ম্যামের মতো এমন মমতাময়ী মানুষ খুব কমই আছে। তাঁর কল্যাণেই এনাটমি এত সহজ হয়েছিল আমাদের জন্য। অন্যান্য জায়গায় যখন এনাটমি মানে বিভীষিকা, সেখানে আমাদের কাছে ছিল পানির মতো। নতুনরা আর তাঁকে পাবে না, আল্লাহ ম্যাডামকে জান্নাতুন ফেরদাউস দান করুন।’

স্বনামধন্য এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত