২২ অগাস্ট, ২০২০ ০৪:২৮ পিএম

দেশে করোনায় মৃতের তিন চতুর্থাংশেরও বেশি পুরুষ

দেশে করোনায় মৃতের তিন চতুর্থাংশেরও বেশি পুরুষ

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে আরও ৪৬ জনসহ তিন হাজার ৯০৭ জন মানুষের প্রাণহানি ঘটেছে। এ সময়ে আরও দুই হাজার ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৯২ হাজার ৬২৫ জন। 

এ পর্যন্ত করোনায় প্রাণ হারানো তিন হাজার ৯০৭ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৮২ জন ও নারী ৮২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণ অনুযায়ী, মৃতদের মধ্যে পুরুষ ৭৮ দশমিক ৭৮ ভাগ এবং নারী ২১ দশমিক ১২ ভাগ।

আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৪৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ৩৩ জন রয়েছেন।

এছাড়া বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত