মুগদা মেডিকেল কলেজ দাওয়াহ সোসাইটির উদ্যোগে বোনস বিতরণ

মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজের দাওয়াহ সোসাইটির উদ্যোগে প্রথম বর্ষের (মুমেক-১০ ব্যাচ) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হালাল উপায়ে সংগ্রহকৃত বিভিন্ন শিক্ষাবিষয়ক বোনস (মানব কঙ্কাল) বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে ক্যাম্পাস ছাত্রাবাসে বোনস বিতরণের এ আয়োজন করা হয়।
মুগদা মেডিকেলে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীর মধ্যে ১৫ জনকে বোনস ব্যাংক থেকে নামমাত্র জামানতের বিনিময়ে বোনস সরবরাহ করা হয়েছে।
দাওয়াহ সোসাইটির পক্ষ থেকে বলা হয়, এই বোনসগুলো বাইরের কোথাও থেকে কেনা হয়নি, বরং নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কিছু ভাই বোনদের উদারতার সাথে দান ও তাদের সহযোগিতার মাধ্যমেই সংগৃহীত হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ইসলামী শরীয়ত অনুযায়ী মানুষের দেহের কোনো অঙ্গ কেনা-বেচাঁ করা হারাম এবং এ বিষয়টি মাথায় রেখেই মুমেক বোনস ব্যাংক চেষ্টা করছে যেন হাড়ের লেনদেন হয় একমাত্র দান ও আমানতের ভিত্তিতে। আমরা আশা করি আগামী দিনে মুমেক বোনস ব্যাংকের মাধ্যমে মুগদা মেডিকেলের সকল শিক্ষার্থীকে আমরা মানব কঙ্কাল সরবরাহ করতে পারব।
তারা জানান, শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। যারা নিঃস্বার্থভাবে বোনস দান, সংগ্রহ ও বিতরণে সাহায্য করেছেন আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন।
এসআইএস/
-
০১ জুলাই, ২০২৫
-
১৬ মে, ২০২৫
-
২৪ এপ্রিল, ২০২৫
প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারিতে প্রেরণ
মুগদা মেডিকেলে আটক ২২ দালাল কারাগারে
-
০৮ অক্টোবর, ২০২৪
-
২৪ জুলাই, ২০২৩
-
১৬ জুলাই, ২০২৩
-
০৪ জানুয়ারী, ২০২৩
-
২৮ সেপ্টেম্বর, ২০২২
-
১১ ডিসেম্বর, ২০২১