৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই সকাল ১০টায়

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এই লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ২৯ মে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তখন জানানো হয়, মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত (এমসিকিউ) এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন সম্পর্কে জানানো হয়, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা হবে ২০ নম্বর করে। এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি থাকবে ১০ নম্বর করে। আর পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন থাকবে ১০০ নম্বরের।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট নম্বর থেকে ০.৫ নম্বর কেটে নেওয়া হবে।
এ ছাড়া লিখিত পরীক্ষা কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা মূলত দেশের চিকিৎসা খাতে জনবল সংকট দূরীকরণে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজন করা হচ্ছে। প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩ জুন আরেক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আগামী ১৮ জুলাই এ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। এর ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। দ্রুত মৌখিক পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
ইতোমধ্যে অনলাইনে ৪৮তম বিসিএসের আবেদন শেষ হয়েছে। গত ১ জুন শুরু হওয়া আবেদন শেষ হয় ২৫ জুন।
এনএআর/