১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৫০ পিএম

অনিয়মের অভিযোগে ফরিদপুরে ৪ ডায়াগনস্টিক বন্ধ

অনিয়মের অভিযোগে ফরিদপুরে ৪ ডায়াগনস্টিক বন্ধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অপারেশন থিয়েটারে ময়লা আবর্জনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও পরীক্ষার মূল্য বেশি নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে ফরিদপুরে হাসপাতালসহ ৪টি ডায়াগনস্টি সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্ধ হওয়া হাসপাতালগুলো হলো-আরামবাগ হাসপাতাল, আল আকসা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার, মাতৃছায়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও বারাকা ডায়াগনস্টিক সেন্টার।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান অভিযান পরিচালনার সময় এসব হাসপাতালে অনিয়মের সত্যাতা পান। 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, আরামবাগ হাসপাতালে গিয়ে দেখা যায়, কোনো ডাক্তার নেই। ওটিতে নোংরা পরিবেশ, সেখানে টাঙানো পর্দাও নোংরা ছিলো এবং ওটির রুমে রাখা কাপড়গুলো অনেক বেশি নোংরা ছিলো, সেগুলো আমি নিজেই ফেলে দিয়েছি।

তিনি আরও বলেন, মাতৃছায়ায় ফ্রিজের মধ্যে ভ্যাকসিনসহ অপ্রাসঙ্গিক কিছু মেডিসিন ছিল। যেগুলো রাখার তাদের অনুমতি নেই। এছাড়া ডেঙ্গু পরীক্ষায় তারা অতিরিক্ত ফি নিচ্ছিল। এর পাশেই অবস্থিত আল বারাকা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে একই অভিযোগের প্রমাণ মিলে। এছাড়া তারা ‘সি’ ক্যাটাগরির ডায়াগনস্টিক সেন্টার হয়েও ‘বি’ ক্যাটাগরির কার্যক্রম চালিয়ে আসছিল। এতে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

এছাড়া শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে সম্প্রতি চালু হওয়া আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের ক্লিনিক্যাল অংশ সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।

সিভিল সার্জন বলেন, নানা অনিয়ম পাওয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডায়াগনস্টিক সেন্টার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক