১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৯ এএম

প্রফে প্লেস ও অনার্স মার্কধারীদের ঢাকা ডেন্টাল অধ্যক্ষের অ্যাওয়ার্ড প্রদান

প্রফে প্লেস ও অনার্স মার্কধারীদের ঢাকা ডেন্টাল অধ্যক্ষের অ্যাওয়ার্ড প্রদান
এ বছর ১১১ জন শিক্ষার্থীকে প্রিন্সিপাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে বিভিন্ন পেশাগত পরীক্ষায় প্লেসধারী এবং অনার্স মার্ক পাওয়া শিক্ষার্থীদের প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করেছেন ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা ডেন্টাল কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করা হয়।

ডেন্টাল মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরবর্তীতে এবার ২০২৩ সালে মোট ১১১ জন শিক্ষার্থী প্রিন্সিপাল অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়। ২০১৪-১৫ সেশন থেকে ২০২১-২২ সেশন অর্থাৎ ডি-৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮তম ব্যাচের কৃতি শিক্ষার্থীরা এ পুরস্কার অর্জন করেন।

এ রকম ব্যতিক্রমধর্মী আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা ব্যাপক-উৎসহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আয়োজক কর্তৃকপক্ষে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘এ ধরনের পুরস্কার পেয়ে আমরা অনেক বেশি আনন্দিত এবং উল্লসিত।’

এক শিক্ষার্থী বলেন, ‘ছোট্ট সময় ঈদে কিছু টাকা বেশি পেলে বা বাড়তি উপহার পেলে যেমন আনন্দ হতো, এখন আমার কলেজ থেকে এ রকম একটা পুরস্কার আমাকে তার থেকে বেশি আনন্দ দিয়েছে।’

প্রিন্সিপাল অ্যাওয়ার্ডের প্রবর্তক বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

এ আয়োজনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে তিনি মেডিভয়েসকে বলেন, ‘শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে, উৎসাহ প্রদানে ও পড়াশোনায় আরো মনোযোগ বাড়াতে আমরা প্রিন্সিপাল অ্যাওয়ার্ড নামে এই অনুষ্ঠানটি করে থাকি। ২০১৯ সালে এটি শুরু করা হয়। এ বছর ১১১ জন শিক্ষার্থী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।’

অধ্যাপক বুলবুল আরো বলেন, ‘আমাদের কলেজ এখন রেগিং, সন্ত্রাস ও মাদকমুক্ত। এখানে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তি বুদ্ধির চর্চায় ছেলেমেয়েরা অবদান রাখছে। নির্মল একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তারা কো-কারিকুলাম অ্যাক্টিভিটেতে ও কালচারাল প্রোগ্রামে যথেষ্ট অগ্রবর্তী ভূমিকা পালন করছে।’

কলেজের ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। সকলে প্রত্যাশা করেন এ ধরনের কার্যক্রম নিয়মিত হোক।

এএইচ/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা ডেন্টাল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত