০৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৭ পিএম

মমেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় স্বাচিপের প্রতিবাদ

মমেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় স্বাচিপের প্রতিবাদ
হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্বাচিপ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্মরত তিন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় তারা।

স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন এক যৌথ বিবৃতিতে গত ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল ছাত্রদের উপর সন্ত্রাসী ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশদের কর্তৃক ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন এবং কঠোর ভাষায় এর প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেন, ফাঁড়ির পুলিশ কর্তৃক এই জঘন্য হামলার ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে একজন ইন্টার্ন চিকিৎসক এবং একজন মেডিকেল শিক্ষার্থী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নেতৃদ্বয় বলেন, যারা হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তা দেয়ার জন্য নিয়োজিত, সেই পুলিশ সদস্যরাই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।

গত ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর চিকিৎসাসেবা প্রদানকে কেন্দ্র করে স্বজনেরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হন। পরবর্তীতে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে আটজন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল ছাত্র পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্য কর্তৃক পুনরায় হামলা ও মারধরের শিকার হয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক গুরুতর আহত হন। আহত দুইজন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

হামলার প্রতিবাদে (৭ সেপ্টেম্বর) তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছে মমেকের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। ওই দিন দুপুরে ইচিপ সভাপতি ডা. মাহিদুল হক অয়ন ও সাধারণ সম্পাদক ডা. প্রতীক বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ময়মনসিংহ মেডিকেলে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজন এবং পুলিশ ক্যাম্পের কতিপয় বিপথগামী সদস্য কর্তৃক ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এই হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক আগামী তিন কার্যদিবস কর্মবিরতি পালন করবেন। একই সাথে এই মর্মে ঘোষণা করা হলো যে, উল্লিখিত সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত ঘটনার সুষ্ঠু সমাধান প্রদানে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গৃহীত হবে।

এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাধীনতা চিকিৎসক পরিষদ
  এই বিভাগের সর্বাধিক পঠিত