২৪ জুলাই, ২০২৩ ১১:৫৭ এএম

ঢামেকে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শুরু

ঢামেকে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শুরু
সকাল ১১ টায়  ঢামেকের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠিত হচ্ছে। 

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। 

আজ সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় ঢামেকের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি হিসেবে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, ঢামেক অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ মেডিকেল  এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। 

নবীনবরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে জাতীয় মেধা তালিকায় প্রথম রাফসান, দ্বিতীয় নেহাল ও তৃতীয় তাযকিয়া তাবিয়া রিফাত।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ সোমবার (২৪ জুলাই)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের পরিচিতি সভা ও শিক্ষার্থীদের ক্লাস ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকা মেডিকেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনে ভর্তি হন শিক্ষার্থীরা। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির হন ৬ হাজার ১৬৮ জন।

এ বছর পাস করেছে ৪৯  হাজার ১৯৪ জন। পাসের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ২০,৮১৩ জন (৪৩.৩১%) এবং মেয়ের সংখ্যা ২৮.৩৮১ জন (৫৭.৬৯%)।

সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১,৯৫৭ জন (৪৫.০০%), মেয়ে ২,৩৯৩ জন (৫৫.০০%)।

এ বছর লিখিত পরীক্ষায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৮৮.০০।

টিআই/এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক