স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের খসড়া প্রণয়নে সভা ২৭ জুলাই

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের পরিমার্জিত খসড়া প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে বলে গত ১৮ জুলাই মন্ত্রণালয়ের এক নোটিসে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৩ এর খসড়ার উপর মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়’ কমিটির ৩য় সভার সুপারিশের আলোকে পরিমার্জিত খসড়া প্রণয়নের লক্ষ্যে সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহোদয়ের সভাপতিত্বে আগামী ২৭/০৭/২০২৩ তারিখ বৃহস্পতিবার, বেলা ১২.০০ ঘটিকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩৩২, ভবন নং-০৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) একটি সভা অনুষ্ঠিত হবে।’
সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
নোটিসের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সেবা বিভাগের সকল অতিরিক্ত সচিব ও অতিরিক্ত সচিব (প্রশাসন), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ), সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন/পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য সেবা বিভাগের সকল যুগ্মসচিব, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
-
১৮ নভেম্বর, ২০২৪
-
২৩ অক্টোবর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
ইউমব’র পর্যালোচনা
স্বাস্থ্য সুরক্ষা আইনে অসঙ্গতি: বাস্তবায়ন হলে বিশৃঙ্খলা হবে
-
২৬ জুলাই, ২০২৩
-
২৩ জুলাই, ২০২৩
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা
সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়
