২৫ মে, ২০২৩ ০৮:৪৪ পিএম

বৈকালিক স্বাস্থ্যসেবায় সি-সেকশন, বেগমগঞ্জে পৃথিবীর আলো দেখলো তিন শিশু

বৈকালিক স্বাস্থ্যসেবায় সি-সেকশন, বেগমগঞ্জে পৃথিবীর আলো দেখলো তিন শিশু
চিকিৎসক ও নার্সদের কোলে সদ্য পৃথিবীর আলো দেখা তিন নবজাতক। ছবি: স্বাস্থ্য অধিদপ্তর ফেসবুক পেইজ থেকে নেওয়া

মেডিভয়েস রিপোর্ট: বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশনের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছে তিন নবজাতক শিশু।

আজ বৃহস্পতিবার (২৫ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আজ বৈকালিক সেবা কার্যক্রমের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেগমগঞ্জে তিনটি সিজারিয়ান সেকশন পরিচালিত হয়। সরকার নির্ধারিত ফি-তে এ সিজারিয়ান সেকশন পরিচালনা করা হয়।’

‘সানজিদা, সাজেদা এবং রেহানা নামে তিনজন প্রসূতি মা তিনটি সন্তানের জন্ম দেন। মা ও শিশুরা সুস্থ আছে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নোয়াখালী
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন