১৮ অগাস্ট, ২০২৩ ১১:৩৯ এএম

কোম্পানীগঞ্জে দু’টি হাসপাতাল সিলগালা

কোম্পানীগঞ্জে দু’টি হাসপাতাল সিলগালা
বসুরহাট পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে হাসপাতালগুলো সিলগালা করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুইটি হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। এ সময় হেলথ কেয়ার নামের আরও একটি প্রাইভেট হাসপাতালকে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে হাসপাতালগুলো সিলগালা করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, অনলাইনে আবেদন, ডিউটি ডাক্তার ও ডিপ্লোমা নার্স না থাকায় মর্ডান হাসপাতালকে সিলগালা করা হয়। অপরদিকে, এ্যাপোলো মেডিকেল সেন্টারে প্যাথলজি টেকনিশিয়ান না থাকায় সিলগালা করা হয়। এছাড়া আরও হেলথ কেয়ার নামে একটি হাসপাতালকে সতর্ক করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নোয়াখালী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক