২৬ এপ্রিল, ২০২৩ ০৯:৫৮ এএম

শোবার ঘরে নবীন চিকিৎসকের ঝুলন্ত লাশ

শোবার ঘরে নবীন চিকিৎসকের ঝুলন্ত লাশ
পরিবারের লোকজন ও তার বন্ধুদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

মেডিভয়েস রিপোর্ট: পঞ্চগড়ে রিয়াজুল হাসান শুভ (২৭) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন।

গত রোববার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে পঞ্চগড় পৌরসভার উত্তর জালাসীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও বন্ধুদের সূত্রে জানা গেছে, ডা. রিয়াজুল ইসলাম শুভ ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০২২ সালে ইন্টার্নি শেষ করে রংপুরে একটি বেসরকারি মেডিকেলে চাকরি নেন। গত বছরের আগস্টে দিনাজপুরের বিরল উপজেলায় বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। পারিবারিক কলহের কারণে ঈদ উদযাপন করতে বাড়িতে এসে আত্মহত্যার পথ বেছে নেন তরুণ এ চিকিৎসক।

ঘটনার বর্ণনা দিয়ে পরিবারের সদস্যরা জানান, ‘রোববার দুপুরের খাবার খেয়ে দরজা বন্ধ করে রুমেই ছিলেন তিনি। সন্ধ্যা ঘনিয়ে আসার সময় হলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন সিলিং ফ্যানের সাথে তার লাশ ঝুলছিল।’

পরিবারের লোকজন ও তার বন্ধুদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। ডা. শুভ পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমানের দ্বিতীয় পুত্র ও পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের আত্মহত্যা
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক