১১ এপ্রিল, ২০২৩ ১০:১৭ পিএম

চিকিৎসকদের বিদেশে উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা: বিডিএফ’র প্রতিবাদ

চিকিৎসকদের বিদেশে উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা: বিডিএফ’র প্রতিবাদ
বিডিএফ লোগো

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চিকিৎসকদের বিদেশি উচ্চশিক্ষা কোর্সের পরীক্ষায় অংশগ্রহণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন (বিডিএফ)।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. মো. আলাউদ্দীন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ কথা বলা হয়েছে। 

এতে আরও বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এর প্রশাসন-১ শাখার স্মারক নং -৪৫.০০.০০০০.১৪০.৯৯.০১০.২২.৬৪৫; তারিখ- ১৬/০৩/২০২৩ এর একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে FRCS.MRCP.MRCS প্রভৃতি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের আবেদনসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অগ্রায়ন না করার জন্য বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানকে নিষেধ করা হয়।’

মন্ত্রণালয়ের এ ধরনের সিদ্ধান্তে বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশন (বিডিএফ) তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

এতে আরও বলা হয়, ‘একজন চিকিৎসক FRCS, MRCP, MRCS পরীক্ষা দেয় সম্পূর্ণ নিজ খরচে এবং এই সমস্ত ডিগ্রি বিশ্বের বেশিরভাগ দেশে স্বীকৃত। এই ডিগ্রি অর্জনের ফলে চিকিৎসকের দক্ষতা বৃদ্ধিসহ দেশে দক্ষ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পায়। মন্ত্রণালয়ের এ ধরনের সিদ্ধান্তে সাধারণ চিকিৎসক মর্মাহত ও ক্ষুদ্ধ।’

‘বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন আশা করছে মন্ত্রণালয় উক্ত প্রজ্ঞাপনটি অবিলম্বে বাতিল করবেন, কারণ এটি চিকিৎসকদের উচ্চশিক্ষা অর্জনের অন্তরায়’, উল্লেখ করা হয় প্রতিবাদলিপিতে।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সরকারি চিকিৎসকদের এফআরসিএস, এমআরসিপি ও এমআরসিএসসহ অন্যান্য কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বিদেশ ভ্রমণে আবেদন না করার নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সরকারি চিকিৎসকরা এফআরসিএস, এমআরসিপি ও এমআরসিএসসহ অন্যান্য কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে বিদেশ ভ্রমণের জন্য আবেদন করেছেন-কিন্তু অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী এ ধরনের আবেদন অনুমোদনের সুযোগ নেই।’

এতে আরও বলা হয়েছে, ‘অর্থ বিভাগ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এফআরসিএস, এমআরসিপি ও এমআরসিএসসহ অন্যান্য কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের আবেদন, স্বাস্থ্যসেবা বিভাগে অগ্রায়ন না করার জন্য নির্দেশ দেওয়া হলো।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত