০৫ মে, ২০২৪ ০৪:৪৬ পিএম

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ রোববার (৫ মে)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘মিডওয়াইফ: একটি অত্যাবশ্যক জলবায়ু সমাধান’।

দিবসটি উপলক্ষে নানা পেশাজীবী ও সংগঠন মিডওয়াইফদের শুভেচ্ছা জানিয়েছেন। তেমনি বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এর পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

বিএনএর সভাপতি খাঁন মো. গোলাম মোরশেদ ও মহাসচিব (ভারপ্রাপ্ত) মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি বলা হয়, মিডওয়াইফ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও অধ্যয়নরত সকল মিডওয়াইফ ও মিডওয়াইফারি শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

‘আমরা বিশ্বাস করি বাংলাদেশের মিডওয়াইফরা আগামী দিনগুলোতে মাতৃভূমি ও জন্মস্থানের মানুষের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে নিজেদের অক্লান্ত পরিশ্রম ও মেধার বিনিময়ে দেশে ও বিদেশে এই পেশার প্রতিনিধিত্ব করার মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাবে,’ বলা হয় বিবৃতি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক