০৮ মার্চ, ২০২৩ ১০:০৫ এএম

গুলিস্তানে বিস্ফোরণ: বাড়ছে লাশের সংখ্যা, অপেক্ষায় স্বজনরা

গুলিস্তানে বিস্ফোরণ: বাড়ছে লাশের সংখ্যা, অপেক্ষায় স্বজনরা
আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ হচ্ছে হচ্ছে লাশের সারি। এ পর্যন্ত ১৯ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তিন জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ঢাকা মেডিকেলের চিকিৎসক ও নার্স থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা হতাহতদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

বিস্ফোরণে নিহতরা হলেন-মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), নুরুল ইসলাম ভূইয়া (৫৫), হৃদয় (২০), সম্রাট ও সিয়াম (১৮)।

গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের একে একে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ১০ জন।

সকাল থেকে অপেক্ষায় স্বজনেরা

আজ বুধবার সকালে ঘটনাস্থলে কয়েক ব্যক্তি তাঁদের স্বজনের খোঁজে এসেছেন। সেখানে আবদুল মান্নান নামে একব্যক্তি জানান, তাঁর মেয়ের স্বামী মেহেদি হাসান (স্বপন) এখানে একটি দোকানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু বাদে সেখানে এলেন স্বপনের ভাই সোহাগ। তাঁকে পেয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মান্নান। সোহাগ কাল থেকে হাসপাতালে হন্যে হয়ে ভাইকে খুঁজেছেন। কিন্তু পাননি। এ ছাড়া ঢামেকের জরুরি বিভাগ ও বাইরের সড়কে স্বজনদের আহাজারি চলছে।

বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন, সেখানে আহত ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

এদিকে আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা বলছেন, ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের থাকার সম্ভাবনা রয়েছে। ভবনের ভেতরে আরও আহত কেউ আটকা পড়েছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিস্ফোরণ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক