০৭ মার্চ, ২০২৩ ০৭:২৮ পিএম

বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী

বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলিস্থনের একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি বলেন, রাত ৭ টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিস্তানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম ঘুরে ঘুরে পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে বিকেল চারটা ৫০ মিনিটের দিকে গুলিস্থানের বিআরটিসি বাস স্ট্যান্ডের কাউন্টারের পাশে বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৪ জন আর আহত শতাধিকেরও বেশি। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পরিদর্শন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক