০১ মার্চ, ২০২৩ ০৪:৪৫ পিএম

চার বিভাগের ৬৯ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

চার বিভাগের ৬৯ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে কর্মরত এনাটমিসহ চার বিভাগের ৬৯ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বুধবার (১ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত চিকিৎসকদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫৫০০-৬৭০১০/- বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে এনাটমি বিভাগের ২৬ জন, ফরেনসিক মেডিসিন বিভাগের আটজন, ফিজিওলজি বিভাগের ৩২ জন, ভাইরোলজি বিভাগের তিনজন রয়েছে।

►পদোন্নতি পাওয়া চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক