০৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪৬ এএম

বিএসএমএমইউ’র পিএইচডি কোর্সে ৮ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউ’র পিএইচডি কোর্সে ৮ চিকিৎসকের যোগদান গৃহীত
ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ১ মার্চ থেকে ৩১ মে এর মধ্যে অবশ্যই অনলাইনে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২২ শিক্ষাবর্ষে মেডিসিন ও প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদে পিএইচডি’তে ৮ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত বিএসএমএমইউ’র ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর ২০২২ শিক্ষাবর্ষে মেডিসিন ও প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদে পিএইচডি কোর্সে নিম্নবর্ণিত বেসরকারি এবং কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কোর্সে যোগদান গৃহীত হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘পিএইচডি-তে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ১ মার্চ থেকে ৩১ মে এর মধ্যে অবশ্যই অনলাইনে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।’

আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিএইচডি কোর্স
  এই বিভাগের সর্বাধিক পঠিত