২৩ জানুয়ারী, ২০২৩ ০৯:১৪ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু, এইচএসসির ফল হলেই বিজ্ঞপ্তি

এমবিবিএস ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু, এইচএসসির ফল হলেই বিজ্ঞপ্তি
অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল। ছবি: এইচএম সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি মাসের শেষ দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি মিটিং রয়েছে। জানুয়ারির শেষ নাগাদ এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার বিষয়টি জানা গেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মেডিভয়েসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল।

তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে, এটা অন্তত জানুয়ারির শেষ দিকে জানা যাবে। সাধারণত সপ্তাহখানেক আগে থেকেই জানা যায় যে, কবে ফলাফল প্রকাশিত হবে। তো এর অবগতি সাপেক্ষে আমরা একটা রোড ম্যাপ তৈরি করে ফেলবো। সুতরাং মার্চের কোনো এক সময় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেহেতু রোজার ভেতরে আমরা পরীক্ষা আয়োজন করবো না। আবার ফেব্রুয়ারিতেও করা সম্ভব না, তাহলে সময় পাবো না।’

এমবিবিএস পরীক্ষার তারিখ নিয়ে আপনারা কী ভাবছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এইচএসসির ফলাফল দেওয়ার পরেই আমরা সাধারণত ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে থাকি। ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করতে এক মাসের মতো সময় লাগে। এটি আমাদের মাথায় আছে। দ্বিতীয় কথা হলো, মার্চের শেষ সপ্তাহে রমজান শুরু হবে। কাজেই রমজানের ভেতরে এতো ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রীর পরীক্ষা নেওয়াটা একটু কষ্টকর। পরীক্ষার্থী ও পরীক্ষকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে আয়োজন করাটাও কষ্টকর।’

‘এ অবস্থায় আমরা চেষ্টা করছি, রোজার আগেই যেন পরীক্ষাটা সম্পন্ন করা যায়। গতবার যদিও রোজার পরে হয়েছিল। তবে সব কিছুই নির্ভর করছে এইচএসসির ফলাফলের ওপর’, যোগ করেন অধ্যাপক ডা. জামাল।

তাহলে কি মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আয়োজন করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ ধরনের কোনো কথাই বলবো না। বরং এইচএসসি পরীক্ষার ফলাফল যখনই দেবে, তখনই আমরা তারিখ ঘোষণা করবো। আমরা কিন্তু এরই মধ্যে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করেছি। শুধু তারিখগুলো এখনো চূড়ান্ত করতে পারিনি। চলতি মাসের শেষের দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি মিটিংও আছে। আমরা সেখানে কিছু কথা বলবো।’

গত বছরের ১ এপ্রিল সকালে সারাদেশে একযোগে ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী ও আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ৩৩ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী।

চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।

এর মধ্যে ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)।

সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ছিল ১ হাজার ৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২ হাজার ৩৪৫ জন (৫৫.৪৪%)।

মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন সুমাইয়া মোসলেম মিম। ভর্তি পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৯২.৫। তিনি খুলনা মেডিকে কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন।

ভর্তি পরীক্ষায় শীর্ষ দ্বিতীয় মেধাবীর স্থান দখল করেন রাজশাহী কলেজের আব্দুল্লাহ। তার স্কোর ছিল ৯১.৫।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক