২২ জানুয়ারী, ২০২৩ ০৯:২০ পিএম

বই মেলায় ডা. এমরানের ‘কার্ল সাগান, ব্ল্যাকহোল এবং অন্যান্য প্রসঙ্গ’

বই মেলায় ডা. এমরানের ‘কার্ল সাগান, ব্ল্যাকহোল এবং অন্যান্য প্রসঙ্গ’
ডা. এমরান বলেন, একজন চিকিৎসক হওয়ায় চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো আমাকে সমানভাবে আকৃষ্ট করে। এ টান থেকেই কিছু বিষয় নিয়ে বইটি লেখা।

মেডিভয়েস রিপোর্ট: এবারের অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ এ পাওয়া যাবে ডা. এমরান আহমেদের লেখা বই ‘কার্ল সাগান, ব্ল্যাকহোল এবং অন্যান্য প্রসঙ্গ’। বইটি প্রকাশ করেছে ‘বৈভব‘  প্রকাশনী।

বইটি লেখার অভিজ্ঞতা সম্পর্কে ডা. এমরান মেডিভয়েসকে বলেন, ‘একজন চিকিৎসক হওয়ায় চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো আমাকে সমানভাবে আকৃষ্ট করে। তেমনই বিজ্ঞানের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে বইটি লিখতে বসা।’

তিনি আরও বলেন, ‘বইটি লেখার সময় বিভিন্ন বই এবং ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ নিয়েছি। এসব তথ্যভান্ডারের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।’

বই পরিচিতি

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘এলিয়েনদের নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। হলিউডের চলচ্চিত্রে আমরা যেমনটা দেখি, তারা কি আসলেই দেখতে এমন? নাকি তারা কোনো এককোষী অনুজীবও হতে পারে? চিলির আতাকামা মরুভূমিতে সম্প্রতি এক রহস্যময় মমির সন্ধান পাওয়া গিয়েছে। বিকৃত ক্ষুদ্রাকার এই মমিটিকে অনেকেই এলিয়েনের বলে দাবি করছেন! আসলেই কি তাই? রাতের আঁধারে কারা যেন ফসলের খেতে বিচিত্র সব নকশা এঁকে রেখে যায়! এগুলোর কোনোটা ত্রিভুজ, কোনোটা চতুর্ভুজ, কোনোটা আবার অনেক জটিল! কারা এই ক্রপ সার্কেলগুলো তৈরি করে? কীভাবেই বা করে? এমনই কিছু জানা বা অজানা বিষয়, হতে পারে সেটা বিজ্ঞান, হতে পারে বিজ্ঞানকে ঘেঁষে চলা কোনো মিথের গল্প আপনাদের সামনে হাজির করবার চেষ্টা করেছি এই বইটিতে।’

ডা. এমরান বলেন, ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয়। সম্প্রতি এই টেলিস্কোপ দিয়ে ধারণকৃত কসমিক ক্লিফসের ভেতর অবস্থিত ক্যারিনা নেবুলা আসলে দেখতে কেমন? কিংবা সাউদার্ন রিং প্ল্যানেটারি নেবুলাই বা কেমন?  কার্ল সাগান ছিলেন একজন বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং অ্যাস্ট্রোফিজিস্ট। তার অন্যতম বেস্টসেলার বই “কসমস” অবলম্বনে নির্মিত হয়েছিল বিখ্যাত তথ্যচিত্র, যেটি দশকের পর দশক ধরে আমাদের মোহিত করে রেখেছে। সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স এবং নাসার ভয়েজার মিশনের সাথে সম্পর্কিত এই অসাধারণ মানুষটি সম্পর্কে কিছু না বলাটা নিতান্তই অন্যায় হবে। 
বহুকাল আগেই ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের তাত্ত্বিকভাবে প্রমাণ পাওয়া গেলেও, অনেক বিজ্ঞানীই এতদিন এর অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন। এই কৃষ্ণগহ্বরকে নিয়ে সাম্প্রতিক কিছু আবিষ্কারের কথা বইটিতে বলতে চেয়েছি।’

একনজরে লেখক পরিচিতি

এমরান আহমেদ,পেশায় একজন চিকিৎসক। জন্ম ১৩ অক্টোবর,১৯৮৮ কুষ্টিয়ায়। খুলনা বিদুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, খুলনা নৌবাহিনী কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন খুলনা মেডিকেল কলেজে। পরে একটি স্বনামধন্য মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে ডা. এমরানের কর্মজীবনের শুরু।

বর্তমানে ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে মেডিকেল অফিসার পদে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন তিনি। মহাকাশবিদ্যা,আর্কিয়োলজি নিয়ে তাঁর প্রচন্ড আগ্রহ। মেডিকেল ছাত্রাবস্থায় তাঁর লেখালেখির শুরু। বর্তমানে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, বিজ্ঞানচিন্তা, রহস্যপত্রিকা, কিশোর বাংলা, বাতায়ন, দৈনিক বাংলা সহ বেশ কিছু স্বনামধন্য পত্রিকা, বিজ্ঞান ব্লগ, কসমিক কালচার সহ বেশ কিছু অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন। মহাজাগতিক প্রাণের খোঁজে নামে তাঁর একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। তাছাড়া আইসফল নামে ডেভিড উডের একটি থ্রিলার অনুবাদ করেছেন। প্রকাশিত হয়েছে মৌলিক গল্প সংকলন, এনাটমি ডিসেকশন রুম। দেশের প্রখ্যাত বিজ্ঞানলেখক প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদীর সাথে যৌথ ভাবে সম্পাদনা করেছেন, এলিয়েন : কল্পনা ও বাস্তব। খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর এক্সোপ্লানেটের সাতকাহন।

একুশে গ্রন্থমেলা শুরু হওয়ার পর মেলায় পাওয়া যাবে ‘কার্ল সাগান, ব্ল্যাকহোল এবং অন্যান্য প্রসঙ্গ’।

প্রচ্ছদ: ধ্রুব এষ

প্রকাশক: বৈভব প্রকাশনী

মুদ্রিত মূল্য: ৩০০ টাকা

প্রকাশকাল: বইমেলা ২০২২

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমর একুশে বইমেলা
  এই বিভাগের সর্বাধিক পঠিত