১৬ ডিসেম্বর, ২০২২ ০৪:৩৯ পিএম

আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৯৫ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৬৯ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ২৮ জন ও ঢাকার বাইরে ২১ জন চিকিৎসাধীন আছেন।

আজ শুকবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৭৭৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩টি হাসপাতালে ভর্তি ৪৫১ জন ও ঢাকার বাইরে ৩২৩ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ১৩৮ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫৫৪ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৫৮৪ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৯৫ জন। তাদের মধ্যে ঢাকার ৩৭ হাজার ৯৩৮ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ১৫৭ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
প্রতিটি হাসপাতালের লিফট সেফটি পরীক্ষার নির্দেশ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে

প্রতিটি হাসপাতালের লিফট সেফটি পরীক্ষার নির্দেশ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে

প্রতিটি হাসপাতালের লিফট সেফটি পরীক্ষার নির্দেশ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক