৩০ নভেম্বর, ২০২২ ০৭:০২ পিএম

অস্ত্রোপচারে আলাদা হওয়ার অক্ষোয় দেশের প্রথম মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশু

অস্ত্রোপচারে আলাদা হওয়ার অক্ষোয় দেশের প্রথম মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশু
জোড়া লাগানো দুই যমজ শিশু।

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগানো দুই যমজ শিশুকে আলাদা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হল বসবে মেডিকেল বোর্ড। 

জটিল, কঠিন ও অত্যন্ত স্পর্শকাতর এ অস্ত্রোপচারের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

যমজ শিশু দুটির বাবা কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আলমগীর রানা, পেশায় পরিবহন শ্রমিক। প্রায় সাড়ে সাত মাস আগে রানার স্ত্রী নাসরিন ফুটফুটে দুই যমজ কন্যাসন্তানের জন্ম দেন। শিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়ালাগা।

জোড়া লাগা দুই শিশু নুহা ও নাবা। তাদের বয়স সাত মাস ১৩ দিন। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তিসহ অন্যান্য সব কিছু ঠিক থাকলেও দুই বোনের মেরুদণ্ডের নিচের অংশ জোড়া লাগা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে কনজয়েন্ড টুইন বলে। এ যমজ শিশু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত