০৬ অক্টোবর, ২০২২ ০৩:৪৯ পিএম

জনগণের কষ্ট দূর করতে চিকিৎসার ফি নির্ধারণ করে দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জনগণের কষ্ট দূর করতে চিকিৎসার ফি নির্ধারণ করে দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সুচিকিৎসা চিশ্চিতে দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক চিকিৎসার জন্য যাতে সঠিক মূল্য রাখা হয়, তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা সেবা নিতে দরিদ্র জনগনের দূর্ভোগ ও কষ্ট লাগব করতে সরকার চিকিৎসার ফি নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের সুচিকিৎসা চিশ্চিতে দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক চিকিৎসার জন্য যাতে সঠিক মূল্য রাখা হয় তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যয়ের বৈষম্য প্রকট আকার ধারণ করছে। এসব বিষয়ে বেসরকারি ক্লিনিক মালিকদের সঙ্গে আলাপ হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাইমারি হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিকের কর্মকর্তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা তাদেরকে বলেছি, তাদের সেবার মান উন্নয়ন করতে হবে। সেবার মানকে উন্নত করতে আমরা ক্যাটাগরি ঠিক করে দেবো। এ, বি ও সি তিন ক্যাটাগরিতে ভাগ করে দেবো। হাসপাতালের বেড, যন্ত্রপাতি ও জনবলের উপর নির্ভর করে ক্যাটাগরি নির্ণয় করা হবে।’

মন্ত্রী বলেন, ‘যে ক্যাটাগরির যে স্বাস্থ্য সেবা দেওয়ার উপযোগী সেই প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবা দিতে পারবে, তার বাইরে সেবা দিতে পারবে না। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকমের ফি নির্ধারণ করা আছে, সেটাকেও আমরা আলোচনা করে ফি নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক