২১ মে, ২০২২ ১১:২০ এএম

প্রথাগত ওষুধে করোনা মোকাবিলার চেষ্টায় উত্তর কোরিয়া

প্রথাগত ওষুধে করোনা মোকাবিলার চেষ্টায় উত্তর কোরিয়া
বিবিসির খবরে বলা হয়েছে, যারা গুরুতর অসুস্থ নয়, তাদের আদা অথবা হানিসাকল (এক ধরনের ঔষধি গুণসম্পন্ন পাতা ও ফুল) চা পান করা এবং ইউলো পাতার পানি পান করার জন্য পরামর্শ দিচ্ছে ক্ষমতাসীন দলের পত্রিকা রডং সিমনান।

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের টিকা এবং কার্যকরী ঔষধ ছাড়াই চলমান সংকট মোকাবিলার চেষ্টা করছে উত্তর কোরিয়া। কর্তৃপক্ষের নির্দেশে দেশটির অসহায় রোগীরা করোনা রোধে লবণ-পানি, আদা ও ঔষধি পাতা ব্যবহার করছে। তারা বিদেশি ঔষধ সহায়তা প্রত্যাখান করেছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, যারা গুরুতর অসুস্থ নয়, তাদের আদা অথবা হানিসাকল (এক ধরনের ঔষধি গুণসম্পন্ন পাতা ও ফুল) চা পান করা এবং ইউলো পাতার পানি পান করার জন্য পরামর্শ দিচ্ছে ক্ষমতাসীন দলের পত্রিকা রডং সিমনান।

তাদের দাবি, এ ধরনের গরম পানীয় গলা ব্যথা এবং কফের মতো করোনা ভাইরাসের হালকা লক্ষণ থেকে আরাম দিতে পারে। এ ছাড়া শরীর থেকে বেশি পানি বের হয়ে গেলে সেটির অভাবও পূরণ হয়।

বিবিসি বলছে, আদা এবং ইউলো পাতা শরীরের প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে। কিন্তু এগুলো করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসা নয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও