০৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০৯ এএম

শমরিতা মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

শমরিতা মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
সিজোফ্রেনিয়ায় আক্রান্ত সাইফুল্লাহ মেডিকেল শিক্ষা নিয়ে ছিল নানামুখী চাপে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শমরিতা মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম সাইফুল্লাহ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আত্মহত্যা করেন তিনি।

তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আদর্শবাদ গ্রামে। সেখানে বুধবার (২ ফেব্রুয়ারি) তার জানাজা সম্পন্ন হয়। পরে রাজধানীর দারুন্নাজাত কামিল মাদ্রাসার সামনে শুকুরসী কবরস্থানে দাফন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সাইফুল্লাহর একাধিক সহপাঠী মেডিভয়েসকে বলেছেন, ও সিজোফ্রেনিয়ায় ভুগছিল। এজন্য একই মেডিকেলের সাইক্রিয়াটি বিভাগে তার চিকিৎসা চলছিল। রোগ নির্ণয়ের পর ওষুধও চলছিল সাইফুল্লাহর। তবে ওষুধ সে নিয়মিত সেবন করতো না, সব সময় গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় থাকতো। পরিবারের সদস্যরা নানা উপায়ে চেষ্টা করেও তাকে নিয়মিত ওষুধ খাওয়াতে পারেনি।

তারা বলেন, এর সঙ্গে যুক্ত হয় মেডিকেল পড়াশোনার চাপ। যদিও এর সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা ছিল তার। কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে পারছিল না। এতে শিক্ষকদের কেউ কেউ নানাভাবে তাচ্ছিল্য করতো তাকে। এসব কারণে খুব হতাশায় ভুগছিল সাইফুল্লাহ।

সাইফুল্লাহর মামা আব্দুল্লাহ আল নোমানের বন্ধু ইব্রাহিম মেডিক্যাল কলেজের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ডা. মো. জিল্লুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বলেন, ‘শমরিতার ১৮-১৯ সেশনের ছাত্র মো. সাইফুল্লাহ গতকাল রাত্রে সুইসাইড করেছে। সে গত দেড় বছর যাবত বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিল। তার মধ্যে প্রধান ছিল মেডিকেল ভীতি। তার ব্যাচের কোনো ছাত্র-ছাত্রী পোস্টটি দেখে থাকলে একটু আলোচনার অনুরোধ রইলো আসলে কি সমস্যা ছিল তার। সে কিছু ফোবিয়াতে ভুগছিল লাইক মেডিকেলের সবাই তার ক্ষতি করতে চায়। তার পেছনে নাকি স্পাই লাগানো ছিল৷ কে নাকি সব সময় তাকে ফলো করতো। ক্লাসমেটরা যেহেতু তার সাথে ক্লাস করেছে, তাই বেশি জানবে, এজন্য জানতে চাওয়া। তার চিকিৎসা চলছিল। কিন্তু এর মধ্যেই এ অঘটন। আল্লাহ তাকে মাফ করে দিন।’

তিনি বলেন, ‘মেডিকেলে ভর্তির ইচ্ছা ছেলেটিরই বেশি ছিল। আমি তাকে নেগেটিভ কাউন্সেলিংও করেছিলাম, তবুও সে ভর্তি হয়। ডিপ্রেশনের পরেও তাকে কাউন্সেলিং করেছিলাম। তাকে বলাও হয়েছিল মেডিকেলে যাওয়া লাগবে না আর। ইভেন পড়াশোনা না করলেও সমস্যা নেই, এমনটাই আশ্বস্ত করা হয়েছিল তাকে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
  এই বিভাগের সর্বাধিক পঠিত