১২ জানুয়ারী, ২০২২ ০৪:৩৪ পিএম

যশোর সকিনা মেডিকেলে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা

যশোর সকিনা মেডিকেলে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘সীমা বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

মেডিভয়েস রিপোর্ট: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন যশোর বেসরকারি আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী সীমা জোহরা।

আজ বুধবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে কলেজ হোস্টেলের পঞ্চমতলার বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম

ওই মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ভোরে হাউস কিপার মর্জিনা সীমার রুমমেটদের কাছে জানতে পারেন সে বাথরুমের দরজা খুলছে না। বিষয়টি আমাকে জানালে আমি পুলিশে খবর দিই। পরে জেলার কোতোয়ালি থানার চাঁচড়া ফাঁড়ির পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।’

বিষয়টি জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘সীমা বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনার পারমিট দিলে মরদেহ হস্তান্তর করা হবে।’

ওসি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক