যশোর সকিনা মেডিকেলে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা

মেডিভয়েস রিপোর্ট: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন যশোর বেসরকারি আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী সীমা জোহরা।
আজ বুধবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে কলেজ হোস্টেলের পঞ্চমতলার বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম।
ওই মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ভোরে হাউস কিপার মর্জিনা সীমার রুমমেটদের কাছে জানতে পারেন সে বাথরুমের দরজা খুলছে না। বিষয়টি আমাকে জানালে আমি পুলিশে খবর দিই। পরে জেলার কোতোয়ালি থানার চাঁচড়া ফাঁড়ির পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।’
বিষয়টি জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘সীমা বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনার পারমিট দিলে মরদেহ হস্তান্তর করা হবে।’
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ অগাস্ট, ২০২৩
-
১২ জুন, ২০২২
-
০৩ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ জানুয়ারী, ২০২২
-
০৬ ডিসেম্বর, ২০২১
-
১২ নভেম্বর, ২০২১
-
০৭ এপ্রিল, ২০২১
-
০৩ ডিসেম্বর, ২০২০