১০ ডিসেম্বর, ২০২১ ০৯:১২ পিএম

স্বাস্থ্যের ২৯৩ কর্মকর্তার উচ্চতর স্কেল মঞ্জুর

স্বাস্থ্যের ২৯৩ কর্মকর্তার উচ্চতর স্কেল মঞ্জুর
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পরিবার পরিকল্পনার ২৯৩ জন কর্মকর্তাকে উচ্চতর স্কেলে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত ২৯৩ জন সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি) এর অনুকূলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৫ এবং চাকরি আদেশ, ২০০৯ মোতাবেক প্রযোজ্যক্ষেত্রে প্রাপ্যতা অনুযায়ী সিলেকশন গ্রেড এবং প্রথম ও দ্বিতীয় টাইমস্কেল (উচ্চতর স্কেল) বর্ণিত শর্তে মঞ্জুর করা হলো।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক