০৭ নভেম্বর, ২০২১ ১০:৪৮ এএম

বিএমডিসির অনলাইন ই-পেমেন্ট চালু

বিএমডিসির অনলাইন ই-পেমেন্ট চালু
রোববার (৭ নভেম্বর) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের বিভিন্ন সেবা সহজতর ও দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে ই-পেমেন্ট ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। রোববার (৭ নভেম্বর) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন।

তিনি বলেন, গত জুলাই মাস থেকে আমাদের অনলাইন ই-পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে। বর্তমানে এ পদ্ধতিতেই সকল কাজ চলমান রয়েছে।

এর আগে বিএমডিসির এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএমডিসি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং বিএমডিসি কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবা সহজতর ও দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে অনলাইন ই-পেমেন্টে ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১৫ জুলাই ২০২১ তারিখ থেকে বিএমডিসিতে নিবন্ধিত চিকিৎসকরা (htts://payment.bmdc.org.bd/) ওয়েবসাইটে প্রবেশ করে বিবিধ আবেদনের ফি অনলাইনে প্রদান করে সেবা গ্রহণ করতে পারবেন।’

এতে আরও বলা হয়, ‘আবেদনকারীরা উপরোল্লেখিত ওয়েব ঠিকানায় প্রবেশ করে ব্যবহারকারী হিসেবে নিবন্ধনপূর্বক লগইন করে বিভিন্ন সেবার জন্য আদেবন ও অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ফি প্রদান করতে পারবেন।’

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক