৩০ সেপ্টেম্বর, ২০২১ ০১:০৪ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে অধ্যাপক হাবিবুর রহমানের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে অধ্যাপক হাবিবুর রহমানের মৃত্যু
অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও নিটোরের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি অবসর জীবনযাপন করছিলেন।

তাঁর মৃত্যুতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর) গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক