১৮ সেপ্টেম্বর, ২০২১ ০১:৩৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা গ্রহণের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা গ্রহণের নির্দেশ
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনায় দেওয়া হয়।

জরুরি নির্দেশনাটি এরই মধ্যে অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

টিকা গ্রহণ বাধ্যতামূলক করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা এখনো টিকা গ্রহণ করেননি, তাঁদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮–এর বেশি এবং যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের আগামী তিন কার্যদিবসের মধ্যে (২১ সেপ্টেম্বর) জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর এই লিংকে http://103.113.200.28/student_covidinfo/ প্রবেশ করে দিতে হবে। সনদপ্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে টিকা পেতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ নেবে। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাঁদের তথ্য অতিসত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

করোনা পরিস্থিতিতে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় মাধ্যমিক-উচ্চ মাধ্যমকি স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এর পর দিন খুলে দেওয়া হয় চিকিৎসক তৈরির সূতিকাগার মেডিকেল কলেজগুলো। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবার দ্রুতই খুলে দেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক