চট্টগ্রাম মেডিকেলে ফের ছাত্র রাজনীতি নিষিদ্ধ

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজে অত্যন্ত সুনামের সাথে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ৩ মার্চ ২০২১ সালের একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ সভা-সমাবেশ, মিছিল, শ্লোগান ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদেরকে জাতীয় দিবস বা অন্য কোন রাজনৈতিক কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শ্লোগান ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ছাত্রাবাস দখলকে কেন্দ্র করে গত ২ মার্চ বিকেল ৩টার দিকে সংঘর্ষে জড়িয়ে ছাত্রলীগের দু’পক্ষ। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে পাঁচ জন আহত হন। ছাত্রাবাসের বেশ কিছু কক্ষ ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এমন পরিস্থিতিতে পর দিন চমেক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডসহ যে কোনো মিছিল, মিটিং, সমাবেশ ও সভা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। পূর্বের নির্দেশনা বহাল থাকার মধ্যেই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে নতুন নির্দেশনা এলো। এবার শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে জাতীয় দিবস বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে সভা-সমাবেশ, মিছিল, শ্লোগান থেকে বিরত থাকার নির্দেশ দিলো কর্তৃপক্ষ।
-
০৮ নভেম্বর, ২০২৩
-
১৮ মার্চ, ২০২৩
-
১২ মার্চ, ২০২৩
এমবিবিএস ভর্তি পরীক্ষা
জাতীয় মেধায় প্রথম রাফসান নিওরোলজিস্ট হতে চান
-
১২ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৬ জানুয়ারী, ২০২৩
-
২৭ নভেম্বর, ২০২২
-
১৭ অক্টোবর, ২০২২
-
২০ সেপ্টেম্বর, ২০২২
-
২৯ অগাস্ট, ২০২২

বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
জোটেনি ডব্লিউএফএমইর স্বীকৃতি
চিকিৎসকদের বহির্বিশ্বে চাকরি-প্রশিক্ষণ হুমকির মুখে
বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
জোটেনি ডব্লিউএফএমইর স্বীকৃতি
চিকিৎসকদের বহির্বিশ্বে চাকরি-প্রশিক্ষণ হুমকির মুখে
