২০ জুন, ২০২১ ০৩:৫৬ পিএম

পেছাচ্ছে না চবির ফাইনাল প্রফ পরীক্ষাও

পেছাচ্ছে না চবির ফাইনাল প্রফ পরীক্ষাও
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা আগামী ৪ জুলাই সরকারের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও চবি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

আজ বোরবার (১৭ জুন) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য জানান তিনি।

অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হলে সরকার যদি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত দেয়। তাহলে আমরা সরকারের সিদ্ধান্তের বাইরে যাবো না।’

করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে জানিয়ে তিনি বলেন, ‘চবির ফাইনাল প্রফের বিদেশী শিক্ষার্থী যারা আছেন। ইতিমধ্যে তারা দেশে এসে গেছেন এবং কোয়ারেন্টাইনে আছেন। আমরা চবি থেকে পরীক্ষার রুটিন দিয়েছি। এরপরও যদি নতুন কোনো নির্দেশনা আসে তা জানিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চলতি মাস থেকেই ইন্টার্ণ সংকট শুরু হয়ে যাবে।  ইন্টার্ন না থাকলে হাসপাতাল চালানো কষ্টসাধ্য। ফলে হাসপাতাল চালানোর জন্য করোনা পরিস্থিতিতে ইন্টার্ন চিকিৎসক অত্যন্ত জরুরি। অতএব এই সময়ে ফাইনাল প্রফ পরীক্ষা হওয়া প্রয়োজন।’

এর আগে ১৭ জুন (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ওইদিন সকালে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন চবি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

তিনি বলেন, ‘আমরা গতকাল ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রুটিনের একটি প্রস্তাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি। চবির পরীক্ষা নিয়ন্ত্রকের অনুমোদন হলে ৪ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে।’

এদিকে চবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার (নতুন সিলেবাস ২০১২) নভেম্বর ২০২০ এর লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া হলো। আগামী মাসের ৪ জুলাই থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ১৯ জুলাই শেষ হবে।

এছাড়া লিখিত পরীক্ষা শুরু হওয়ার পাঁচদিনের মধ্যে প্রাকটিক্যাল, ওরাল ও ব্যবহারিক পরীক্ষা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিসিন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

এর আগে ৯ জুন (বুধবার) চবির মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার মেডিভয়েসকে জানিয়েছেন বলেন, ‘মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার নতুন তারিখ আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে। এ তারিখকে সামনে রেখেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ‘৩০ জুন তারিখে পরীক্ষা নেওয়ার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক চিঠি পাঠিয়েছেন এবং মন্ত্রণালয় থেকেও চিঠি দেওয়া হয়েছে। সুতরাং এ দিন পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা প্রস্তুত।’

এছাড়া চবির মেডিসিন অনুষদে পাঠানো পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ফাইনাল প্রফেশনাল পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ ফি ১০ জুন তারিখ থেকে ২৯ জুনের মধ্যে জমাদানের জন্য  বলা হলো।

প্রসঙ্গত, এমবিবিএস চবির অধীনে মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষাসমূহ করোনা মহামারীর কারণে কয়েক দফায় পেছানোর পর ৩০ জুন নুতন তারিখ ঘোষণা করলো কর্তৃপক্ষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফাইনাল প্রফ পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক