পারিতোষিকের জন্য এফসিপিএস প্রশিক্ষণার্থীদের আবেদনের নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জন্সের (বিসিপিএস) ফেলোশিপ প্রোগ্রামের আওতায় অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক প্রদান করা হবে। এর জন্য আগামী ২২ মার্চের মধ্যে তাঁদের আবেদন করতে বলা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিপিএস এর ফেলোশীপ প্রোগ্রামের আওতায় যে সকল অবৈতনিক প্রশিক্ষণার্থী এক জানুয়ারী ২০২১ তারিখ থেকে বিসিপিএস কর্তৃক স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাশিক্ষণরত আছেন কিন্তু বিভিন্ন সমস্যার কারনে এখনও আবেদন করেননি, তাঁদেরকে শর্ত সাপেক্ষে পারিতোষিক প্রদান করা হবে।
তাঁদের কলেজের ওয়েবসাইটে (http://application.bcps.edu.bd) প্রবেশ করে আগামী ২২ মার্চ এর মধ্যে অনলাইন আবেদন ফরমটি পূরণ করে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, যারা এফসিপিএস প্রথম পর্ব পাস করেননি বা সাব-স্পেশালিটি বিষয়ে এনরোলমেন্ট সম্পন্ন করেননি তাঁরা এ ভাতার আওতায় আসবেন না। একইসঙ্গে যারা পারিতোষিকের জন্য আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।