২৬ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৫১ পিএম

বিসিপিএস কাউন্সিল নির্বাচনে কে কত ভোট পেলেন?

বিসিপিএস কাউন্সিল নির্বাচনে কে কত ভোট পেলেন?
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) নির্বাচনে কাউন্সিলর হিসেবে আট জন বিজয়ী হয়েছেন।

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় ঘোষিত ফলাফলে দেখা গেছে, সর্বাধিক ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ জামাল। তিনি পেয়েছেন এক হাজার ৫০৩ ভোট। আর এক হাজার ৩৩৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অধ্যাপক ডা. মো. আবিদ হোসাইন মোল্লা। তাঁর পরে আছেন অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান। তিনি পেয়েছেন এক হাজার ৩৩১ ভোট। 

নির্বাচনে অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ এক হাজার ৩১৮ ভোট, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক হাজার ২৬৩ ভোট, অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান এক হাজার ২৩৪ ভোট, অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ এক হাজার ১৫৭ ভোট ও অধ্যাপক ডা. তাহমিনা বেগম এক হাজার ১০৮টি ভোট পেয়েছেন।

এর আগে সকাল নয়টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। দুপুর একটায় যোহরের নামাজের জন্য কিছু সময়ের বিরতি দেওয়া হয়। পরে আবারও শুরু হয়ে বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। 

নির্বাচনে প্রায় ৬ হাজারেরও বেশি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারা বাংলাদেশ থেকে বিসিপিএস’র ফেলো সদস্যরাই ছিলেন এই নির্বাচনের ভোটার।  

নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার আট জনকে ভোট দেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রথম ৮ জন আগামী চার বছরের জন্য কাউন্সিলর হন।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। শেষে নিম্নলিখিত প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে কমিশন। মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে বাতিল হয় একজনের প্রার্থিতা।

বৈধ প্রার্থীরা হলেন, ডা. এ.বি.এম. ইউনুস, ডা. এ.এইচ.এম. রওশন, ডা. এ.এইচ.এম. তৌহীদুল আলম, ডা. এ.জেড.এম. মোস্তাক হোসাইন, ডা. আব্দুল কাদের খান, ডা. আবুল বাশার মুহাম্মদ জামাল, ডা. আলী নাফিসা, ডা. দ্বীপক কুমার নাগ, ডা. ইফ্ফাত আরা, ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. খান আবুল কলাম আজাদ, ডা. মামুন মুস্তাফি, ডা. মো. এ মোতালেব হুসাইন, ডা. মো. আব্দুল জলিল চৌধুরী, ডা. মো. আবিদ হোসাইন মোল্লা।

ডা. মো. আবুল কাশেম খন্দকার, ডা. মো. এখলাসুর রহমান, ডা. মো. ফাইজুল ইসলাম চৌধুরী, ডা. মো. মুজিবুর রহমান, ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডা. মো. রিদওয়ানুর রহমান, ডা. মো. শাহ আলম, ডা. মো. তাসলীম উদ্দিন, ডা. মো. তৌফিকুর রহমান, ডা. মুহাম্মদ শহীদুল্লাহ, ডা. মোহা. জাহিদ হুসাইন, ডা. মোসা. সাবেরা খাতুন, ডা. প্রবীর কুমার দাস, ডা. এসএম আনোয়ার সাদাত, ডা. সাইফ উদ্দিন আহমেদ।

ডা. সালেহা বেগম চৌধুরী, ডা. সালমা রউফ, ডা. সরদার মুহাম্মদ মুস্তানজিদ, ডা. শেখ জিন্নাত আরা নাসরীন, ডা. তাহমিনা বেগম।

এছাড়া ডা. আহমেদুল কবিরের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক