অধ্যাপক হলেন ফিজিওলজির ছয় চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছয় চিকিৎসক। তাঁদের প্রত্যেককে ফিজিওলজি বিভাগের অধ্যাপক পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে ফিজিওলজি বিষয়ের অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।’
অধ্যাপক হওয়া চিকিৎসকরা হলেন রাজশাহী মেডিকেল কলেজের ডা. খালেদ মাহামুদ ও ডা. শাহীন মাহমুদা, ঢাকা মেডিকেল কলেজের ডা. শাহানারা ইয়াসমিন ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. তাহমিনা ইয়াসমিন।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও শেখ হাসিনা মেডিকেল কলেজের ডা. মো. তৌহিদুল ইসলাম এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. রমা চৌধুরীকে ফিজিওলজির অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে। তাঁদের প্রত্যেকে স্ব স্ব প্রতিষ্ঠানের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
০২ মার্চ, ২০২১
-
০১ মার্চ, ২০২১
-
২৮ ফেব্রুয়ারী, ২০২১
সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়নি
পদোন্নতি পাচ্ছেন না বিএসএমএমইউর সেই ২৫০ চিকিৎসক
-
২৭ ফেব্রুয়ারী, ২০২১
-
১৭ ফেব্রুয়ারী, ২০২১
-
১০ ফেব্রুয়ারী, ২০২১
-
১০ ফেব্রুয়ারী, ২০২১
-
০৮ জানুয়ারী, ২০২১
-
০৭ জানুয়ারী, ২০২১
-
০৩ জানুয়ারী, ২০২১
